সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

14 hours ago 8
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতটা হয়ে রইল লিটন দাসের। মাত্র ২৬ বলে বিস্ফোরক ৫৪ রানের ইনিংস খেলে দলকে এনে দিলেন ৮ উইকেটের জয়। একই সঙ্গে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানের এক বিশেষ রেকর্ড—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক অর্ধশতকের মালিক এখন দুইজনই, সাকিব ও লিটন, দুজনের ঝুলিতেই সমান ১৩টি ফিফটি। সাকিব যেখানে ১২৯ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছেন, সেখানে লিটন করেছেন মাত্র ১০৯ ম্যাচেই। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১০৮ ইনিংসে লিটনের সংগ্রহ ২,৩৪৬ রান, গড় ২৩.০০, আর স্ট্রাইক রেট ১২৫.৯২। তার ব্যাট থেকে এসেছে ২২৭টি চার ও ৭৩টি ছক্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই লিটনের ঝোড়ো ব্যাটিং শুধু রেকর্ডের পাতায় নতুন সংযোজনই করেনি, বরং দলকে এগিয়ে দিয়েছে তিন ম্যাচের সিরিজে। অধিনায়ক হিসেবে তার এই ইনিংস বাংলাদেশকে এক প্রকার সহজ জয় এনে দিয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে টপ-অর্ডারে লিটনের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রেকর্ড ছোঁয়া ইনিংস শেষে সেটি আরও একবার স্পষ্ট হলো। সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন সুযোগ দ্বিতীয় ম্যাচেই ট্রফি নিশ্চিত করার।
Read Entire Article