সাকিবের সিনেমায় শুটিং নিয়ে যা বললেন অভিনেত্রী মেঘলা মুক্তা

4 hours ago 7

দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে ঘিরে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে একটি পুরোনো সিনেমা—‘সবকিছু পেছনে ফেলে’। প্রায় ১২ বছর আগে কক্সবাজারে এ সিনেমার শুটিং হয়েছিল। জানা গেছে, এটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান।

পরিচালক রাজিবুল হোসেনের ভাষ্য অনুযায়ী, সাকিবের সঙ্গে টানা ১০ দিন শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঝপথেই তিনি শুটিং থেকে সরে দাঁড়ান। পরিচালকের দাবি, পরবর্তীতে আর কোনোভাবেই সাকিবকে রাজি করানো সম্ভব হয়নি, ফলে ছবির কাজও বন্ধ হয়ে যায়।

এ তথ্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। কেউ বলছেন, সাকিব আসলে সিনেমায় নয়, বিজ্ঞাপনে কাজ করেছিলেন। আবার কেউ বলছেন, এটি সত্যিই একটি চলচ্চিত্রের শুটিং ছিল।

এ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বুঝতে পারছি না, এতদিন পরে হঠাৎ এই প্রসঙ্গ উঠছে কেন। তখন তো কোনো আলোচনা হয়নি। আর সাকিব আল হাসানের সঙ্গে পরিচালকের বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল, না কি সিনেমার, সেটা আমি জানি না। তবে সাকিব আমাদের সঙ্গে শুটিং করেছিলেন।’

মেঘলা মুক্তা আরও জানান, তারা সবাই চলচ্চিত্রের কাজ হিসেবেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

‘আমরা জানতাম এটি একটি সিনেমা। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। কক্সবাজারে একটি গানের শুটিংও করেছি। পরে কী কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে গেল, আমরা জানি না।’

আরও পড়ুন
গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি 
মুক্তি পাচ্ছে ‘বেহুলা দরদী’ সিনেমা 

পরিচালক রাজিবুল হোসেন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। সাকিব আল হাসান ক্যামেরার সামনে অভিনয় করেছেন, প্রফেশনাল রেকর্ডিংয়ের মাধ্যমে দৃশ্য ধারণও করা হয়। কিন্তু পরে তিনি সিনেমায় অভিনয় করেছেন—এটা অস্বীকার করেন। ফলে পুরো প্রজেক্ট অনিশ্চয়তায় পড়ে। একজন নির্মাতা হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি চাইলে তাকে বাদ দিয়ে সিনেমা শেষ করতে পারতাম, কিন্তু অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা বানানো যায় না।

এক যুগ আগে শুরু হওয়া সেই সিনেমার কাজ আর শেষ হয়নি। কিন্তু ১২ বছর পর সেটিকে ঘিরে আবারও বিতর্কের ঝড় উঠেছে বিনোদন অঙ্গনে।

এমএমএফ/জিকেএস

Read Entire Article