সাগরতীরে পড়ে ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের হাত-পায়ের রগ কাটা নিথর দেহ

3 hours ago 6

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)।

নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে রোববার (২০ অক্টোবর) রাতে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ ও ভুক্তভোগীর পরিবার।

জয় ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। গ্রামের বাড়ি বরিশাল হলেও চট্টগ্রাম মহানগরীর বড় পোল এলাকায় বন্দর আবাসিকে মা-বাবাসহ পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন জয়। রাতে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। প্রথমে হালিশহর থানা পুলিশ জয়কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত দুইটার দিকে পরিবারের লোকজন চমেক হাসপাতালে গিয়ে জয়ের মরদেহ শনাক্ত করেন।

সিএমপির সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, উদ্ধারের সময় শামীম মকসুদ খান জয় নামের ওই যুবকের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে জয়ের মোবাইল ফোনে একটি কল এসেছিল। এরপর চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হয়ে যান। তবে ফোনটি বাসায় রেখে গিয়েছিলেন।

তিনি বলেন, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছে, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এমডিআইএইচ/এমকেআর

Read Entire Article