সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

2 hours ago 3
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ১৯ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর আওতাধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া ও গাজীপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল কলারোয়া থানার গোবিন্দকাঠি এলাকা থেকে ২০ বোতল এবং চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া ও গাজীপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, প্রসাধনী ও বিপুল পরিমাণ ওষুধ আটক করা হয়। তিনি বলেন, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪ হাজার ৭০০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব মাল বাংলাদেশে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছিল। উদ্ধার মাদকদ্রব্য পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Read Entire Article