সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় যা জানা গেল
সাতক্ষীরায় শহরের ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।
জুলাইযোদ্ধা ইমরান হোসেন বলেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আগুন দেওয়া একটি ন্যক্কারজনক ঘটনা। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।

21 hours ago
7









English (US) ·