সাতক্ষীরায় প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

1 hour ago 4

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা, বৈকারী, হিজলদী, বাকাল চেকপোস্ট, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, সুলতানপুর ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে বিপুল ভারতীয় ওষুধসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, অভিযানে কাকডাঙ্গা বিওপির টহলদল ভাদিয়ালি ও কেড়াগাছি এলাকা থেকে ২ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপি লাঙ্গলঝাড়া থেকে ৭০ হাজার টাকার ওষুধ জব্দ করে। বৈকারী বিওপি নতুনপাড়া থেকে ৩৫ হাজার টাকার, হিজলদি বিওপি বড়ালি থেকে ৭০ হাজার টাকার, বাকাল চেকপোস্ট শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকার, মাদরা বিওপি শ্মশান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার, গাজীপুর বিওপি অলীর ঘের থেকে ৭০ হাজার টাকার, সুলতানপুর বিওপি কাঁঠালতলা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার এবং তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

তিনি আরও বলেন, সর্বমোট ৯ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। ভারতীয় চোরাচালানি মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়, যা দেশের শিল্প খাতের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রীয় রাজস্ব আয়ে বিরূপ প্রভাব ফেলে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Read Entire Article