সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3 weeks ago 8

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

পরে এদিন বিকেলে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সংগীতা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট শহীদ স ম আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন ও মো. রাজিবুল ইসলাম।

এ ছাড়া দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর আহ্বায়ক গোলাম সরয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, শহর আহ্বায়ক আলী হাসান খান আবলু, শহর সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article