সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে ভিসা উন্মুক্ত করতে পারে আরব আমিরাত

3 weeks ago 16

আগামী ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাত সরকার ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ র‌ফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। মূলত জুলাইয়ের ঘটনার আগে থেকেই নানাবিধ কারণে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা প্রদানে আরব আমিরাত সরকার এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছিল। জুলাইয়ের পরে এটা আরেকটু কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আরব আমিরাত সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হচ্ছে। তারা সেগুলো বিবেচনা করবেন এবং খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও জানান, সম্প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে তাদের দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানসহ কয়েকটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। এছাড়াও বাহরাইন, ওমান, কুয়েত ইত্যাদি দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আছে। শুধু আরব আমিরাতেই হচ্ছে তা না। সেজন্য যে উপাদানগুলো দায়ী তা আসরা সবাই জানি।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এসময় সেখানে অনিয়মিত এবং অবৈধ হওয়া কর্মীরা নতুন কর্মে নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা সে দেশের সরকারের কাছে জেনেছি ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা গ্রহন করে উপকৃত হয়েছেন। যেসব বাংলাদেশি এখনো সেখানে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত হবেন। আমরা আশা করি সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে আরব আমিরাত ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।

আইএইচআর/এমএইচআর

Read Entire Article