সাবিনা-মাসুরাকে বাদ দেওয়ায় তোপের মুখে কোচ বাটলার

3 months ago 9

ধারণা করা হয়েছিল কোচ পিটার বাটলার সিনিয়র কয়েকজন ফুটবলারকে বাদ দিয়েই জর্ডান সফরের দল তৈরি করবেন। তার বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের মধ্যে তিনি ছুঁড়ে ফেলেছেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে।

এই পাঁচজনের মধ্যে সাবিনা ও মাসুরা ফর্মে থাকার পরও কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে রোববার তোপের মুখে পড়েন কোচ পিটার বাটলার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

রোববার সংবাদ সম্মেলন করে জর্ডানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মাহফুজা আক্তার কিরণ। সাবিনা খাতুনসহ ১০ নারী ফুটবলার ভুটানের লিগে খেলতে যান। তারা সবাই ছিলেন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা। সেখান থেকে ৫ জনকে কোচ ডাকলেও ফর্মে থাকা সাবিনা-মাসুরাকে বিবেচনায় আনেননি। যদিও ভুটানের লিগে সাবিনা এক ম্যাচে ৯ গোল করে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন।

সিনিয়র ৫ ফুটবলারকে না ডাকার কারণ ব্যাখ্যা দিয়ে পিটার বাটলার বলেছেন, ‘আমাকে অনেক কিছু বিবেচনা করেই দল তৈরি করতে হয়েছে। ফিটনেস, শৃঙ্খলা এবং আগামীর জন্য একটা শক্তিশালী দল গঠণের জন্যই ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’

ভুটানের থাকা যে ৫ জনকে ডাকেননি তাদের প্রত্যেকের সম্পর্কে আলাদা করে ব্যাখ্যা দিয়েছেন। যদি কোচের সেই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহনযোগ্য হয়নি। তিনি সাবিনা প্রসঙ্গে বলেছেন, ‘তার ফর্ম শেষের দিকে।’

অন্যদের ফিটনেসের ঘাটতি ও লম্বা সময় ধরে অনুশীলনে না থাকার কারণ সামনে এনেছেন। মুখে কোচ যাই বলুক তার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার কারণেই যে সাবিনা ও মাসুরা ফর্মে থাকার পরও ডাকেননি সেটা দিবালোকের মতো পরিষ্কার।

সাবিনা ও মাসুরাকে কেন নেওয়া হয়নি বাফুফে সে বিষয়ে কোচের কাছে কিছু জানতে চেয়েছিল কিনা সে প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, 'দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।'

আগামীকাল (সোমবার) সকালে দল নিয়ে জর্ডান যাবেন পিটার বাটলার। ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ-কলমের শক্তিতে এগিয়ে।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন

রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।

আরআই/আইএইচএস/

Read Entire Article