সাবেক এমপি এনামের সহযোগী শেখ সাইদ গ্রেপ্তার
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সহযোগী শেখ সাইদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (৯ মার্চ) বিকেলে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাভার নামা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ সাঈদ জুলাই আগস্টের আন্দোলনের পর ইতালিতে পালিয়ে ছিল। নতুন করে নাশকতার উদ্দেশ্যে সাভারে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নামা বাজারের একটি বাসার বাথরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে তার অবস্থান পরিবর্তন করে নতুন করে ওই বাসাটি ভাড়া নিয়েছিল।
গ্রেপ্তার শেখ সাঈদের বিরুদ্ধে সাভারের বিভিন্ন টেম্পু স্ট্যান্ড থেকে প্রতিদিন তিন লক্ষ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ সাঈদ স্বীকার করেছেন, তিনি সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর কথিত পিএস ছিলেন। এছাড়াও তিনি প্রথমত একজন সেলসম্যান ছিলেন এবং পরবর্তীতে চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন কালবেলাকে বলেন, আসামি শেখ সাঈদকে আটকের জন্য দীর্ঘদিন কাজ করছিলাম আমরা। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তাকে নিয়মিত মামলায় চালান দিব এবং সাভার থানায় হস্তান্তর করব।