হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৯ ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীমের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। হবিগঞ্জ আদালতের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে রাতেই তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে আজ সকাল ১০টার দিকে হবিগঞ্জ পুলিশ তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে আদালতে হাজির করে জেলা হাজতে পাঠান। মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।