সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার

3 months ago 17

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (৭ মে) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বি সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমপি হাবিব হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।

বিগত সেপ্টেম্বর মাসে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩ টি পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও একটি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করা হয়।

কেআর/এমএএইচ/জিকেএস

Read Entire Article