সাবেক এমপির ভগ্নিপতি আ.লীগ নেতা গ্রেপ্তার

2 months ago 42

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলীর ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ওই ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন নুর ইসলাম শেখ । বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় নুর ইসলাম শেখকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Read Entire Article