সাবেক কমিশনের সঙ্গে দুদক সংস্কার কমিশনের বৈঠক

2 weeks ago 12

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ দুই কমিশনারের সঙ্গে বৈঠক করেছে দুদক সংস্কার কমিশন।

ধানমন্ডির টিআইবি কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। টিআইবি ও দুদকের শীর্ষ কর্মকর্তারা বৈঠকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বৈঠকে দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ছাড়াও দুদকের তৎকালীন কমিশনার (তদন্ত) জহুরুল হক ও কমিশনার আছিয়া খাতুন (অনুসন্ধান) বৈঠক উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত হয়ে সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক দুই কমিশনার তাদের কাজের অভিজ্ঞতা এবং সীমাবদ্ধতা উপস্থাপন করেন।

এসময় তাদের পক্ষ থেকে স্বাধীন দুদক হিসেবে কাজ করার ক্ষেত্রে বেশকিছু সুপারিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে লিখিত কোনো সুপারিশ দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে দুদকের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহকে ফোনকল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

দুদককে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। গঠিত হওয়ার পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বা সরাসরি নিয়মিত মতবিনিময় করছে দুদক কর্মকর্তাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় ওই বৈঠক হয়।

গত ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল সংস্কার কমিশনের। কিন্তু ওইদিনই পুরো কমিশন পদত্যাগ করায় বৈঠক স্থগিত করা হয়।

গত ১০ নভেম্বর নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার খুঁজতে সার্চ কমিটি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

এসএম/এমকেআর/জেআইএম

Read Entire Article