সাবেক মন্ত্রী গাজীর পিএস আফজাল গ্রেফতার

2 months ago 28

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।

এসপি আরও জানান, গ্রেফতার আফজাল কবিরকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ রওয়ানা এসে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস

Read Entire Article