সাভার সিআরপিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে সাভারে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির) থেকে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
এতে সার্বিক সহযোগিতায় ছিল দাতা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি), সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএসএইড।
এছাড়া, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সিআরপিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এদিন সকাল সাড়ে ৯টায় ঢাকার সাভারের চাপাইনে সিআরপির প্রধান কার্যালয়ে বাস্কেটবল মাঠে উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।
এরপর রেডওয়ে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচালিত সংগঠনগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ বিষয়ক কিছু প্রস্তাবনা উঠে আসে। এতে উঠে আসা প্রস্তাবগুলো হলো- শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ও তথ্যপ্রযুক্তিতে প্রবেশগম্যতা, অন্তর্ভুক্তিমূলক নীতির পক্ষে প্রচারণা, সরকারি-বেসরকারি সব স্তরে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, উদ্যোক্তা সহায়তা ইত্যাদি।
বেলা সাড়ে ১১টায় সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসকে শহিদুজ্জামান, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) শারীরিক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থাপক সুভাস সিনহা এবং সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহেদুর রহমান।
স্বাগত বক্তব্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরী টেইলর।
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আসন সংরক্ষিত থাকলে তাদের দাবি-দাওয়া সরকারের উচ্চমহলে পৌঁছানো সহজ হবে বলে মনে করেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসকে শহিদুজ্জামান।
প্রতিবন্ধী ব্যক্তিদের আইটি খাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পুনর্বাসন সেবাকে স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত করতে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) শারীরিক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থাপক সুভাস সিনহা।
সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সংগঠনগুলোকে নিজেদের মধ্যে নেতৃত্বের বিকাশ ধরে রাখতে হবে এবং তা সুসংহত করতে হবে।
সমাপনী বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ভিন্ন চোখে না দেখে মানুষ হিসেবে সবার সমানাধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে আরও অনেক কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত সংগঠনগুলোকে নিজেদের মধ্যে সম্মান ও ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে সিআরপি সাভারে কর্মরত ও চিকিৎসারত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সিআরপির শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিআরপি মানিকগঞ্জের স্টাফ ও ভোকেশনাল শিক্ষার্থীরা। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।