সাভারে টিসিবির পণ্য চুরি, বিপুল মালামাল উদ্ধার

2 weeks ago 13

ঢাকার সাভারে সরকারি ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য চুরির ঘটনা ফাঁস হয়েছে। স্থানীয় জনতা ও সাংবাদিকদের সহযোগিতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল চোরাই মালামাল উদ্ধার করেছে। 

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজাসন এলাকার ৮ নম্বর আল-আমিন স্কুলের একটি গোডাউন থেকে এসব মাল উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি গুদাম থেকে টিসিবির মাল সরিয়ে এনে রাতে পাচার করছিল। এতে টিসিবির কিছু প্রভাবশালী ডিলার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কালবেলাকে বলেন, কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রাতে মালামাল চুরি হলে এর দায় ডিলারের।

তিনি আরও জানান, গতকাল রেডিও কলোনী এলাকায় পৌরসভার টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে এবং সেখানে ট্যাগ অফিসার দায়িত্বে ছিলেন। তবে গোডাউনে এখনও বিপুল পণ্য মজুদ রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা এখনো উদ্ধার করা হয়নি।

জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পিকআপের চালকের দেওয়া তথ্য অনুযায়ী জব্দ করা পণ্যগুলো গাজীপুরের টঙ্গী নিয়ে যাওয়ার কথা ছিল এবং এসব পণ্য পরিবহনের জন্য আতিক নামের এক লোক তার পিকআপ ভাড়া করেছিলেন।

ওসি বলেন, পণ্য জব্দের পর আতিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তিনি আর আসেননি। পরে মালামাল জব্দ দেখিয়ে মামলা করা হয়েছে। ওই মামলায় লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Read Entire Article