সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে যৌথবাহিনী

2 months ago 4

সাভারে অভিযান পরিচালনা করে চক্রের প্রধানসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সবশেষ ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬) দুর্জয় (২৪) ও সমর (২৫)। ছিনতাইকারী চক্রটি সাভারের ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো। এদের মধ্যে চক্রের প্রদান সোহেল বিশমাইল এলাকায় ছিনতাই করতো বলে জানা যায়।

যৌথবাহিনী জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো চক্রটি । পরে রোববার রাত থেকে আজ (সোমবার) রাত পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা চালিয়ে তাদের আটক করে। আটক পাঁচ ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীন ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

এমএআরএন/এএমএ

Read Entire Article