সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

4 hours ago 7

সাভারে বিএনপি নেতা আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভকারীরা দাবি করেন, বনগাঁও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদকে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী জাকির হোসেন ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে আবারও কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে পুরো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।’

মানববন্ধনে নিহতের স্ত্রী জোহরা খাতুন, আহত সলিম উল্লাহ, আমান উল্লাহ, মোস্তফা মিয়া, লাল চান, সাইফুল হোসেন, সিরাজুল ইসলাম এবং নিহতের দুই ছেলে জাহিদ হোসেন ও আলী হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় আবু সাঈদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে ২৬ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে হত্যাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বিচার না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

Read Entire Article