সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

2 hours ago 2
দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সব সময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে যারা বাস করেন, সবাই বাংলাদেশি। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। বিএনপি সবার সেই অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এনামুল হক বলেন, এই দেশ আমাদের সবার। সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ। সব ধর্ম-বর্ণের মানুষ মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের  সভাপতি রজত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, উপজেলা বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মখবিল আহমদ মেম্বার, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি অনিল কান্ত পাল, জেলা হিন্দু মহাজোট নেতা রাজীব চক্রবর্তী, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমদ মেম্বার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী ও কাজল চন্দ্র দাস।
Read Entire Article