সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের দাবিতে অনশনের ৫২ ঘণ্টা

3 months ago 34

সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনের ৫২ ঘণ্টা পেরিয়েছে। প্রশাসন এখনো কার্যকর কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অনশনকারীরা।

শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাসভবনের সামনে অনশনরত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এসব অভিযোগ করেন।

তিনি বলেন, অনশনের ৫২ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনো প্রশাসন আমাদের সন্তোষজনক কিছুই জানায়নি। বৃহস্পতিবার রাতে প্রোভিসি সায়মা হক বিদিশা ম্যাম (প্রশাসন) ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে দেখা করেন। তারা আমাদের অনশন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। কিন্তু আমরা বলে দিয়েছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো। তখন তারা ভিসি স্যার ঢাকার বাইরে আছেন জানিয়ে বলেন ভিসি স্যারের সঙ্গে কথা বলে আমাদের জানাবে। কিন্তু এখনো আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

ইয়ামিন বলেন, অনশন শুরু করার পর থেকে আমাদের কাছে অগণিত শিক্ষার্থী এসে সংহতি জানিয়েছেন। কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীও এসে সংহতি জানিয়েছেন।

সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের দাবিতে অনশনের ৫২ ঘণ্টা

অনশনরত মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব ইসলাম বলেন, আমরা ৫২ ঘণ্টা অনশন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন এসে আমাদের শারীরিক অবস্থার খোঁজ নিলেও আমদের মূল দাবি নিয়ে তাদের কার্যকর কোন পদক্ষেপ আমরা দেখিনি। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, অতিদ্রুত আমাদের দাবি মেনে নেন।

এর আগে গত ২১ মে দুপুর সাড়ে ১২টা থেকে ডাকসুর নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পরবর্তী সময ঐদিনই রাত ৯ টার দিকে একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাব ইসলামও অনশন শুরু করেন। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালউদ্দিন মোহাম্মদ খালিদ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ২০ মে বিকেল থেকে অনশনে করছেন।

এ বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিসি স্যার ঢাকার বাইরে আছেন, উনি আজ আসবেন। কাল দুপুরে আমরা মিটিং করে তাদের আগামী পদক্ষেপ জানাবো। তবে ডাকসু নিয়ে আমরা ভাবছি না, বিষয়টা এমন না। সাম্য হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে যে ট্রমা তৈরি হয়েছে, এটি কিছুটা কমলেই আমরা ডাকসুর বাকি পদক্ষেপগুলো এগিয়ে নেবো।

তবে এ বিষয়ে জানতে প্রো-ভিসি (প্রশাসন) সায়মা হক বিদিশার কাছে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

এফএআর/এসএনআর/এএসএম

Read Entire Article