নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন, বিভিন্ন সংগঠনের নেতাদের হুমকি-ধামকি, ইউপি সদস্যকে হত্যার হুমকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানকে অপসারণ করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন উপজেলা নাগরিক কমিটির নেতারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে এসব অনিয়মের অভিযোগে উপজেলার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সারিয়াকান্দি উপজেলা জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন।
এর আগে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বক্তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন উপজেলা নাগরিক কমিটির নেতারা।
বিক্ষোভে নেতারা বলেন, একই দাবিতে একই সময়ে বিক্ষোভ করেছেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক কমিটির সদস্য বুলবুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফান রহমান, শরিফুল ইসলাম মুশফিক, শাকিব হাসান শান্ত, নাগরিক কমিটির সদস্য আকাশ মাহমুদ, সমাজকর্মী শিবলী সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আনোয়ার হোসেন বিপ্লব, ছাত্র অধিকার পরিষদের সদস্য মাহমুদ হাসান শাওন, ছাত্র সংগঠক আব্দুস সোবহানসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল মাজেদ, সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, শ্রমিক নেতা আশিকুল ইসলাম বেলাল, আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আব্দুস সোবহান ও যুব সেক্রেটারি সোহাগ মিয়া। লিখিত বক্তব্যে ইউএনওর বিরুদ্ধে ১৩টি অনিয়মের অভিযোগ পেশ করা হয়েছে।