সার্জেন্ট রক হয়ে আসছেন ড্যানিয়েল ক্রেগ

2 months ago 27

সার্জেন্ট রক ডিসি কমিকসের একটি জনপ্রিয় চরিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মহাকাব্যিক নায়ক হিসেবে পরিচিত চরিত্রটি। এই চরিত্রটি প্রথমে ১৯৫৯ সালে ডিসি কমিকসের ‘আওয়ার আর্মি এট ওয়ার’ সিরিজে আত্মপ্রকাশ করে। সার্জেন্ট রকের আসল নাম ডয়েট ‘ডি. এ.’ ম্যানফ্রেডি। তিনি একটি মার্কিন সেনা ইউনিটের নেতৃত্ব দেন এবং তার দলের সদস্যদের নিয়ে একাধিক যুদ্ধের মিশনে অংশ নেন।

সিনেমায় সার্জেন্ট রককে তুলে আনতে অনেক চেষ্টা অনেক বছর ধরেই চলে আসছে। বহু তারকা যেমন ব্রুস উইলিস এবং আর্নল্ড শোয়ার্জনেগার এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছিলেন। কিন্তু এগুলোর কোনটাই সফলভাবে পর্দায় আনা সম্ভব হয়নি। সম্প্রতি নতুন একটি সিনেমার পরিকল্পনা চলছে যেখানে ‘জেমন বন্ড’খ্যাত ড্যানিয়েল ক্রেগকে এই চরিত্রে ভাবা হচ্ছে।

জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন লুকা গুডাগনিনো। এই সিনেমার কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অ্যাকশন-প্যাকড গল্প হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তবে সেটি নিশ্চিত নয়। ছবির গল্প বাছাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর নাম কি হবে এবং কবে হবে শুটিং সেগুলোও নিশ্চিত নয়।

ভেরাইটি বলছে, সিনেমার আনুষ্ঠানিক কার্যক্রম আগামী কয়েক বছরের মধ্যে শুরু হতে পারে। এর স্ক্রিপ্ট লিখেছেন জাস্টিন কুরিটজকেস। তিনি ‘চ্যালেঞ্জার্স’ এবং ‘কুইয়ার’ সিনেমারও গল্প লিখেছেন।

এদিকে ড্যানিয়েল ক্রেগ শিগগিরই ‌‌‘এ নাইভস আউট মিস্ট্রি’ ছবির সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন।

এলএ/এমএস

Read Entire Article