সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না : জুয়েল

2 weeks ago 16

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে কেনা। বাংলাদেশের জনগণ প্রয়োজনে আরও রক্ত দেবে, কিন্তু স্বাধীনতা রক্ষা করবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডার গুপিপাড়া ঝিলপাড় থানাধীন ২১নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা হয়।


সভায় ভারত সরকারের সাম্প্রতিক বাংলাদেশবিরোধী ভূমিকার কথা উল্লেখ করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিগত স্বৈরাচার সরকার ভারতের তাঁবেদারি করেছে। সে কারণে তারা আওয়ামী সরকারের ওপর প্রভুত্ব কায়েম করেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, ভারত বাংলাদেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। অথচ মিথ্যা তথ্য দিয়ে ভারতের মিডিয়াগুলো একের পর এক অপতথ্য প্রকাশ করছে। ভারতের এই মিথ্যা অপপ্রচারের ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক।

জুয়েল বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, যারা ভয়ে পালিয়ে যায়নি, হামলা-মামলার শিকার হয়েছে যুবদল তাদের মূল্যায়ন করবে।
 
তিনি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে হবে না। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে, তারা বিএনপির কেউ না, তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তায়নের আশ্রয়-প্রশ্রয় যুবদলে নেই, প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 
শরীফ উদ্দিন জুয়েল বলেন, কর্মিসভার মূল উদ্দেশ্য তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আমাদের সেতুবন্ধের মাধ্যম সৃষ্টি করা। 
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ভেঙে একটি সাম্য, মানবিক ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা। জুয়েল আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে।
 
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল নেতাকর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
 
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির সব ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হবে- যুবদল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ একটি সুন্দর কর্মিসভা করায় বাড্ডা থানা যুবদলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের মধ্যে কিছুটা বিভাজন ছিল বলে স্বৈরাচার হাসিনা সরকার আমাদের ওপর দীর্ঘ ১৬ বছর শাসন-শোষণের রাজত্ব চালিয়েছে। স্বৈরাচারের পতন হলেও এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। তাই ঐক্যের কোনো বিকল্প নেই।
 
তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা ত্যাগী ছিল- জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে তাদের বাইরে আর কারো স্থান হবে না।

তিনি আরও বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের জায়গা যুবদলে হবে না।

২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফোরকান হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

Read Entire Article