তুমুল জনপ্রিয় ভারতীয় টিভি শো ‘বিগ বস’। বরাবরের মতো এবারেও নতুন মৌসুম আলোচনায় সালমান খানের বিগ বস। তবে সঙ্গে জুটেছে সমালোচনাও।
‘বিগ বস ১৮’ -এর কার্যক্রম শুরু হয়েছে। নতুন তিন নারী প্রতিযোগীর নাম ঘোষণাও এসেছে। তারা হলেন এডিন রোজ, যামিনী মালহোত্রা, এবং অদিতি মিস্ত্রি। তাদের নিয়ে প্রকাশ হয়েছে প্রোমো। সেখানে তিনজনকেই অত্যন্ত সাহসী সাজ পোশাকে দেখা যায়। যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তবে সালমান খানের ভক্তরা শোটির প্রচারণার ক্ষেত্রে এই খোলামেলা পরিবর্তন নিয়ে খুশি নন।
প্রোমোটি প্রচার হওয়ার পর থেকে দর্শক শোটিকে পরিবারভিত্তিক উপযোগী নয় বলে মন্তব্য করছেন। তারা এটিকে বয়স্কদের জন্য অনুষ্ঠান বলে দাবি করছেন।
একজন দর্শক লিখেছেন, ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি এতটাই ঘৃণিত যে এটিকে ‘সফট পর্ন’-এর মতো মনে হচ্ছে। টিআরপি বাড়ানোর জন্য এত নিচু মানের কাজ করা হচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘এখন আর এটি একটি পরিবারের শো নয়।’
কিছু দর্শক মনে করছেন, দীর্ঘদিন ধরে জনপ্রিয় শোটি টিআরপি বাড়ানোর জন্য সম্ভবত ১৮+ হওয়ার দিকে মনযোগী হয়েছে।
আরেকটি অভিযোগ উঠেছে, ‘বিগ বস আগে ব্যক্তিত্বভিত্তিক শো ছিল, এখন এটা শুধু কনটেন্ট শো হয়ে গেছে।’
প্রোমোতে নারীদের সাহসী মন্তব্যগুলো নিয়েও কিছু প্রতিক্রিয়া এসেছে। যামিনী মালহোত্রা প্রোমোতে বলেছিলেন, ‘আমি সবার তৃষ্ণা মেটাতে এসেছি’। এটি নিয়ে দর্শকদের মধ্যে হাস্যরস তৈরি হয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘কেন প্রযোজকরা বিগ বসকে সস্তা ওয়েব সিরিজে পরিণত করতে চাইছেন?’
কিছু দর্শক প্রশ্ন করেছেন, ‘এটা কি বিগ বস নাকি ক্যাবারে শো?’ এবং ‘এরা কারা? এখন বিগ বসে কী দেখানো হচ্ছে?’
প্রোমোতে আরও দেখা যায়, বর্তমান প্রতিযোগীদের প্রতিক্রিয়া। পুরুষ প্রতিযোগীরা খুব খুশি এবং উত্তেজিত। আর নারী প্রতিযোগীরা মজা করে কিছু সুদর্শন পুরুষ প্রতিযোগীর অংশগ্রহণ চাচ্ছেন।
এলএ/এমএস