দেশের ৪২২ উপজেলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। ওএমএস কর্মসূচির আওতায় একজন লোক সপ্তাহে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে।
এর আগে, ৯০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চালু ছিল, যা আগের মতোই চলমান থাকবে। প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জানুয়ারিতে ১.৭৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করার পরিকল্পনা রয়েছে। আর অর্থবছরের (জুন, ২০২৫ পর্যন্ত) বাকি সময়ে মোট আট লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে।
খাদ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই (২০২৪) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওএমএসের মাধ্যমে চার লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল তিন লাখ ৯০ হাজার মেট্রিক টন।