সিংড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিনাহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফসা (৩২)। তিনি ফখরুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হাফসা তার স্বামীর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে সিংড়া থানার ওসি আব্দুন নূর জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সিংড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিনাহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফসা (৩২)। তিনি ফখরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে হাফসা তার স্বামীর বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি আব্দুন নূর জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow