সিওয়াইবি সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখার সভাপতি কেডি, সম্পাদক হৃদয়
ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কর্ণ বি্শ্বাস কেডিকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় মন্ডলকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি শারমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রহমাতুল্লাহ, দপ্তর সম্পাদক সাঈদ হাসান, অর্থ সম্পাদক মো. পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইরফান ফাত্তাহ, মিডিয়া সম্পাদক জি এম আল শাহরিয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাপলা দেবনাথ, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. মারুফ বিল্লাহ, আইন সম্পাদক মো. আজমাইন হোসেন ও কার্যনির্বাহী সদস্য মো. ইমরান হোসেন।
উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৭টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।