‘সিকান্দার’কে ছাড়িয়েছে ‘হাউজফুল ৫’, ৫ দিনে কত করেছে সিনেমাটি

2 months ago 9

অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ অভিনীত ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিন থেকে সাড়া ফেলেছে। বক্স অফিসে মাত্র ৫ দিনে ১০০ কোটির ঘর পার করেছে। শুধু তাই নয়, ৫ দিনেই সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’র সমগ্র ব্যবসার চেয়েও বেশি আয় করেছে।

‘হাউজফুল ৫’ সিনেমাটি প্রথম দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খোলে। সপ্তাহ শেষে আয়ের গতি বেড়েছে এবং শনিবার ৩১ কোটি রুপি এবং রোববার ৩২.৫ কোটি রুপি আয় করেছে। সোমবার ব্যবসা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু সিনেমাটি ১৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে। ‘স্যাকনিল্ক’র তথ্যে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ‘হাউজফুল ৫’ আয় করেছে ১০.৭৫ কোটি রুপি।

‘হাউজফুল ৫’ সিনেমাটি প্রথম দিন (প্রথম শুক্রবার) ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিন (প্রথম শনিবার) ৩১ কোটি রুপি, তৃতীয় দিন (প্রথম রোববার) ৩২.৫ কোটি রুপি, চতুর্থ দিন (প্রথম সোমবার) ১৩ কোটি রুপি পঞ্চম দিন (প্রথম মঙ্গলবার) ১০.৭৫ কোটি রুপি। এই ৫ দিনে মোট ১১১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর অর্থ হলো পাঁচ দিনে সিনেমাটি তার বাজেটের শতকরা ৫০ ভাগ আয় করেছে।

‘হাউজফুল ৫’ মাত্র পাঁচ দিনে সালমান খানের ‘সিকান্দার’র সিনেমার আজীবন আয়কে ছাড়িয়ে গিয়েছে। ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সিকান্দার’ ১১০.১ কোটি রুপি আয় করেছে। যেখানে ‘হাউজফুল ৫’ পাঁচ দিনেই আয় করেছে ১১১.২৫ কোটি রুপি।

আরও পড়ুন:

‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকরা। এর আগে ‘হাউজফুল ৪’ ব্যবসা করেছিল ৮৭.৭৮ কোটি টাকার। ‘হাউজফুল ৩’র সংগ্রহ ছিল ৬১.৫৩ কোটি রুপি। ‘হাউজফুল ২’ আয় করে ৪৬.২৩ কোটি রুপি। একই সময়ে ‘হাউজফুল ১’র আয় ছিল ৩৭ কোটি রুপি। এদিক থেকে দেখতে গেলেও, হাউজফুল ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’।

এমএমএফ/এমএস

Read Entire Article