‘সিকান্দার’ প্রথম দিনে কত আয় করেছে

1 day ago 9

২০২৩ সালের ঈদে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল। ফরহাদ শামজি পরিচালিত এ সিনেমায় ভাইজানের বিপরীতে পূজা হেগড়ে অভিনয় করেছিলেন। সিনোটির প্রথম দিনের ব্যবসা ছিল ১৫. ৮১ কোটি রুপি। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের দাপট দেখা যায়নি। সে বছরেও অনুরাগীদের হৃদয় স্পর্শ করতে পারেননি সালমান।

পরের বছর ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই ২০২৪ সালে যখন ‘সিকান্দার’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হলো, তখন থেকেই ভক্তদের অপেক্ষার পালা শুরু। এবারের ঈদ উপলক্ষে ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে ভালো-মন্দের হিসেব শুরু হয়ে গেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, ভারতজুড়ে প্রথম দিন ‘সিকান্দার’ ৩০.৬ কোটি রুপি ব্যবসা করেছে। যা বছর দুয়েক আগের সিনেমার দ্বিগুণ। সারাবিশ্বে সেই ব্যবসার পরিমাণ ২৫৪ কোটি রুপি। তরণ আদর্শ, কোমল নাহাতার মতো জাতীয় স্তরের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, অনুরাগীদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন ভাইজান। ফলে, পরিবেশকেরা যে ব্যবসার আশা করেছিলেন সেটা তারা পাননি।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম ‘সিকান্দার’র সমালোচনায় মুখর রয়েছে। তাদের দাবি সিনেমায় সালমান থাকলেও অভিনেতার উপস্থিতি নিয়ে দর্শকদের সেই মুগ্ধতা লক্ষ্য করা যাচ্ছে না।

সিনেমাটির পরিবেশক, প্রেক্ষাগৃহ কর্ণধার, বাণিজ্য বিশ্লেষকদের সঙ্গে কথা বলে ভারতের ‘আনন্দবাজার’ পত্রিকার প্রতিনিধি। উত্তর কলকাতার নটী বিনোদিনী প্রেক্ষাগৃহে (পূর্বের স্টার থিয়েটার) প্রথম শোয়ের দর্শকসংখ্যা ছিল ৪৫ জন! দুপুরে সেই সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। বিকেলের শো প্রায় হাউসফুল। দর্শকসংখ্যা ৫০০ জনের বেশি। নামপ্রকাশে অনিচ্ছুক এক বাণিজ্য বিশ্লেষকের মতে, ওই প্রেক্ষাগৃহে দিনে সাড়ে তিন লাখেরও বেশি আয়ের সুযোগ রয়েছে। সেখানে ‘সিকান্দার’ থেকে প্রথম দিনের আয় ১ লাখ ১০ হাজার রুপির কিছু বেশি।

সালমানের ঈদে মুক্তি পাওয়া সিনেমা বলে ভালো আয়ের আশা নিয়ে ৫টি শোয়ের মধ্যে চারটি শো ছেড়ে দেওয়া হয়েছে এ প্রেক্ষাগৃহে। প্রথম দিনের ফলাফল দেখে তাই খুশির হাসি ফোটেনি হল মালিক জয়দীপ মুখোপাধ্যায়ের মুখে।

জানা গেছে, একমাত্র এই প্রেক্ষাগৃহে সন্ধ্যার শোতে এখনো রুক্মিণী মৈত্রের বাংলা সিনেমা ‘বিনোদিনী’ চলছে। ৬৭ দিনের পরেও সেই সিনেমা ‘সিকান্দার’র থেকে বেশি ব্যবসা করছে!

‘টিউবলাইট’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ র পর ‘সিকান্দার’ সালমানের তৃতীয় ব্যর্থ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা। অথচ সিনেমাটিতে জনপ্রিয় হওয়ার জন্য অনেক উপাদান রয়েছে। রাশমিকা মান্দানা নায়িকা, পরিচালক দক্ষিণের বিখ্যাত মুরগোদাস, খলনায়ক চরিত্রে ‘বাহুবলী’-খ্যাত ‘কাটাপ্পা’ সত্যরাজ, হৃদয় কাঁপানো অ্যাকশন, জনপ্রিয় সংলাপ— আরও অনেক কিছু। কেনো তারপরেও সালমানের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বর্তমান প্রজন্ম- এমন প্রশ্ন অনেকের মনে।

এমএমএফ/জেআইএম

Read Entire Article