সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ১৭ অক্টোবর

3 hours ago 4
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করল ২৪তম সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। এসময় পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ২৪তম আসর। বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান উপদেষ্টা তামিম হাসান। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক এমএস রানা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। এবারও সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরসেরা তারকারাই মনোনীত ও চূড়ান্ত পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। পাশাপাশি দেশের স্বনামখ্যাত তারকাদের অংশগ্রহণে থাকবে জমকালো পারফর্ম্যান্স। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো— ইউরোকোলা, ভাসাভী ফ্যাশন, পারসোনা, জি-সিরিজ, টেরানোভা ডেভেলপমেন্ট লি., ধ্রুব মিউজিক স্টেশন ও প্রতিফলন ডট কম।
Read Entire Article