সিটিটিসি কার্যালয় পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

1 month ago 22

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয় পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।

সিটিটিসি কার্যালয় পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সিটিটিসির উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/জিকেএস

Read Entire Article