সিডনিতে ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকেম্বা’ ১৮ মে

3 months ago 9

ক্যানসার একটি প্রধান বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। মরণব্যাধি ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য সিডনিতে ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকেম্বা’ প্রতি বছর ‘বিগেস্ট মর্নিং টি’ কর্মসূচি আয়োজন করে। আগামী ১৮ মে সিডনির ওয়ালীপার্কে অস্ট্রেলিয়ান ন্যাশনাল পোর্টস ক্লাবে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সিডনিতে ক্যানসার রিসার্চ ও ডেভেলপমেন্টকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মরহুম ড. আব্দুল হক মহান উদ্যোগটি নিয়েছিলেন ২৪ বছর ব্লেকটাউনে। ওনার উৎসাহ-উদ্দীপনায় পরে ল্যাকাম্বা, মেসকট ও মিন্টু শহরে তার শাখাগুলো উন্নীতকরণ করা হয়। অনুষ্ঠান সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। ল্যাকেম্বার এই ইভেন্ট ১৭ বছর পূর্তি হলো। সিডনিতে চারটি শাখায় এই কার্যক্রম চলে প্রতি বছর।

গুড মর্নিং বাংলাদেশ ল্যাকান্বা’ ইভেন্টের প্রধান আয়োজক ইজ্ঞি: আব্দুল ফারুক হান্নান। সকালের নাস্তা এবং নগদ অর্থ সংগ্রহ করে আয়োজরা ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে প্রদান করে। সংগঠনের নারীরা সকালের নাস্তার জন্য পুড়ি, সিংগারা, চমুচা, গরম পরটা ভাঁজি, ডিম গোশত, জিলাপি, চানাবুট, চটপটি ও চা ইত্যাদি বিক্রি করে এই ফান্ড রেইজিং কার্যক্রমে জমা করে।

আয়োজক ফারুক হান্নান বলেন, ‘কমিউনিটিতে কেউ ক্যানসারে আক্রান্ত হলে সিডনির নারীরাই সর্বপ্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর এই প্রোগ্রামে নারীদের ভূমিকাটাই বেশি।’ এ পর্যন্ত সংগঠকদের সংগ্রহের পরিমাণ মোট ৪,৩২,০০০ ডলার এবং শুধু ল্যাকাম্বার সংগ্রহের পরিমাণ ১,৯০,০০০ ডলার।

এমআরএম/এএসএম

Read Entire Article