সিনিয়র সাংবাদিক স্বপন দত্তের পরলোকগমন

4 hours ago 7

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য স্বপন দত্ত পরলোকগমন করেছেন। 

শনিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি। ওঁ দিব্যান লোকান স গচ্ছতু।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, জামাতাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য স্বপন দত্তের মরদেহ রোববার (১৬ মার্চ) প্রথমে রাজধানীর গোপীবাগের ভোলাগিরি আশ্রম এবং তারপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। এরপর লালবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

স্বপন দত্ত ১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। সাংবাদিকদের সংগঠন স্বজনের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি। এছাড়া ছিলেন ভোলাগিরি আশ্রম ট্রাস্টি বোর্ডের সদস্য।

Read Entire Article