সিন্ডিকেট ও আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে সিসিএসের মানববন্ধন

2 months ago 35
ভোক্তাদের জিম্মি করে আলুর মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ও বিকেলে যথাক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও চাষাঢ়া শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। সিসিএস জেলা শাখার সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন, আলু উৎপাদন থেকে কোল্ড স্টোরেজে যেতে সর্বোচ্চ খরচ হয় ২৫ টাকা। সেখানে কোল্ড স্টোরেজ থেকে সিন্ডিকেটের মাধ্যমে তারা বিক্রি করে ৪৫-৫০ টাকা। সেই আলু আমরা বাজারে ৭০-৮০ টাকায় কিনতে হয়। এসব অনিয়ম নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমরা ছাত্রসমাজ সোচ্চার আছি। আমাদের এই সংগঠনের পাশাপাশি আশপাশের লোকজন এগিয়ে এলে অচিরেই এ সিন্ডিকেট ভেঙে যাবে। তিনি আরও বলেন, মানুষ কোথায় গেলে যে ভোক্তা অধিকারের বিষয়ে প্রতিকার পাবে সেটা তারা জানে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইটে ৯৯৯ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া আজ থেকে সিসিএসের সব ধরনের কার্যক্রম চলমান থাকবে। আপনাদের অভিযোগগুলো আমাদের কাছে দিতে পারবেন। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার, ২ নম্বর গেট, নিতাইগঞ্জ আমাদের ছাত্র প্রতিনিধি থাকবে। সিসিএস জেলা শাখার সমন্বয়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, আলামিন মিয়া, শেখ খালেদ প্রমুখ।
Read Entire Article