সিরাজগঞ্জে টিসিবির পণ্যবোঝাই পিকআপসহ আটক ২

4 hours ago 3

সিরাজগঞ্জের শাহজাদপুরে টিসিবির পণ্যবোঝাই একটি পিকআপসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেলতৈল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সরকারিভাবে বরাদ্দকৃত ট্রাকভর্তি টিসিবির চাউল গভীর রাতে অতিরিক্ত মুনাফার আশায় বিক্রির চেষ্টা করছিল।

তারা হলেন, একই জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের মৃত সাজু সরকারের ছেলে আব্দুর রহমান (২৫) ও আলোকদিয়ার পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাই শিকদারের ছেলে শিপন শিকদার (২৮)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, রাতে মালবাহী একটি পিকআপ টিসিবির পণ্যগুলো কামারখন্দের দিকে নিয়ে যাচ্ছিল। পরে বেলতৈল বাজার এলাকার চেকপোস্ট অতিক্রম করার সময় নাইটগার্ড ট্রাকচালক ও সহকারীকে জিজ্ঞাসা করলে তারা জানায় এগুলো টিসিবির পণ্য। কোথায় থেকে আনা হচ্ছে? এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় ট্রাকটি তারা আটক করে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা ৫৯ বস্তা চাল জব্দ ও দুজনকে আটক করেন। আটকরা প্রাথমিকভাবে পাচার করে টিসিবির পণ্য বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে এতে আরও কেউ জড়িত আছে কি না সেটাও তদন্ত করে দেখা হবে। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এমএ মালেক/আরএইচ/জেআইএম

Read Entire Article