সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২

2 months ago 33

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল-শাহজাদপুর মহাসড়কে শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন শেখ (২৮) ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বর আসছিল। গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article