সিরাজগঞ্জে সোনার দোকানে চুরি

3 weeks ago 7

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐশী জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও ৪০০ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার মণিরামপুর বাজার স্বর্ণপট্টীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোনা ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

দোকান মালিক রিংকু কুমার পাল জানান, সকালে ভাগিনা দোকান খুলতে গিয়ে দেখে নতুন তালা লাগানো। পরে আমাকে খবর দিলে দ্রুত দোকানে গিয়ে দেখি দুটি নতুন তালা লাগানো। এরপর বণিক সমিতির নেতাদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। তারপর তালা ভেঙে ভেতরে দেখি ১৫ ভরি স্বর্ণালংকার ও ৪০০ ভরি রুপার গহনা চুরি হয়ে গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জাগো নিউজকে বলেন, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

Read Entire Article