সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

পারল না সিলেট টাইটান্স। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস ম্যাচে আজ বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। জবাবে রাজশাহীর দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং নৈপুণ্যে ৮ উইকেটে ১৫৩ রানেই থেমে যায় সিলেট টাইটান্সের ইনিংস। ফলে হারের বিদনা নিয়েই মাঠ ছাড়ে সিলেট টাইটান্সের ভক্ত-অনুরাগীরা।    বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। শুরুটা দারুণ করে রাজশাহী। তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটি থেকে চলে আসে ৪১ রান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলেছেন তানজিদ। ২১ বলে ২৬ রান করে বিদায় নেন ফারহান। তানজিদ আরও কিছুক্ষণ টিকে ছিলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে রাজশাহী। তিনে নেমে এক প্রান্ত ধরে খেলেছেন কেইন উইলিয়ামসন। ১৫ বলে ৩২ রান করা তানজিদ থামেন দলের ৬২ রানের মাথাতে। চারে নামা নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টেকেননি। ১০ বলে ৭ রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর ডাক মেরে বিদা

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী
পারল না সিলেট টাইটান্স। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস ম্যাচে আজ বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। জবাবে রাজশাহীর দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং নৈপুণ্যে ৮ উইকেটে ১৫৩ রানেই থেমে যায় সিলেট টাইটান্সের ইনিংস। ফলে হারের বিদনা নিয়েই মাঠ ছাড়ে সিলেট টাইটান্সের ভক্ত-অনুরাগীরা।    বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। শুরুটা দারুণ করে রাজশাহী। তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটি থেকে চলে আসে ৪১ রান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলেছেন তানজিদ। ২১ বলে ২৬ রান করে বিদায় নেন ফারহান। তানজিদ আরও কিছুক্ষণ টিকে ছিলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে রাজশাহী। তিনে নেমে এক প্রান্ত ধরে খেলেছেন কেইন উইলিয়ামসন। ১৫ বলে ৩২ রান করা তানজিদ থামেন দলের ৬২ রানের মাথাতে। চারে নামা নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টেকেননি। ১০ বলে ৭ রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর ডাক মেরে বিদায় নেন মুশফিকুর রহিম এবং এসএম মেহেরব হোসেন। ১ বলে ০ রান করেছেন মুশফিক। মেহেরব করেন ৩ বলে ০ রান। শেষ দিকে জিমি নিশামের সাথে ভালো একটি জুটি হয় উইলিয়ামসনের। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে রান তুলেছেন নিশাম। হাঁকিয়েছেন দারুণ সব বাউন্ডারি। দলের চাহিদা মিটিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন নিশাম। দারুণ সঙ্গ দিয়েছেন উইলিয়ামস। বেশি আগ্রাসী না হলেও ছিলেন সাবলীল। ২৬ বলে ৪৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান নিশাম। ততক্ষণে অবশ্য দেড়শ পার করে ফেলেছে রাজশাহী। ২ বলে ১ রান করে বিদায় নেন আবদুল গাফফার সাকলাইন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। ৩৮ বলে ৪৫ রান করে টিকে ছিলেন উইলিয়ামসন। সিলেটের হয়ে ৩ উইকেট নেন সালমান ইরশাদ। ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। ১ উইকেট তোলেন ক্রিস ওকস। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow