সিলেটে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

2 weeks ago 18

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। 

এর মধ্যে রয়েছে- ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু,  মদ, ফেনসিডিলসহ বিভিন্ন চোরাই পণ্য।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্র জানায়, ৪৮ ব্যাটালিয়নের বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি ডিবিরহাওর, উৎমা, লবিয়া বিওপি অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেনসিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩২০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

Read Entire Article