সিলেটে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

6 hours ago 2

সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে ভোলাগঞ্জের সাদাপাথরের লুট ও চুরি হওয়া দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর)  বিকেল ৫টার দিকে সিলেট সদর উপজেলার সালুটিকরের ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে এসব সাদাপাথর উদ্ধার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র‍্যাব ৯-এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

র‍্যাব সূত্রে জানা যায়,  র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ত্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল। পরে র‍্যাব অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। পাথরের মালিকদের খোঁজ বের করার চেষ্টা চালানো হচ্ছে।

র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসন ও র‍্যাবের ঊর্ধ্বতন  কর্মকর্তারা।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, একটি ক্রাশার মিলের মাটির নিচে গর্ত থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো মাটির নিচ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছি আমরা। পাথরের মালিককে খুঁজতে আমরা অভিযান চালাচ্ছি।

র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। পাথরগুলো মূলত তারা মাটির নিচে রেখে পরে ভেঙে পাচার করত। যারা এ পাথর পাচারের সঙ্গে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ টিম অভিযান পরিচালনা করে ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

Read Entire Article