সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

3 months ago 47

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর বিজিবির অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালানো হয়। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু। তাদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

শাহজাহান নবীন/জেডএইচ/এএসএম

Read Entire Article