সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরিয়ে দেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা দালাল চক্রের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেন এবং পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাভোগ শেষে বুধবার তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায় বিএসএফ। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে। গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, আইনিপ্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরিয়ে দেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা দালাল চক্রের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেন এবং পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাভোগ শেষে বুধবার তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায় বিএসএফ।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, আইনিপ্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?