সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, অভিযোগ কম্বোডিয়ার

3 weeks ago 23
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সিনেটর হুন সেন অভিযোগ করেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ‘ভূতের মতো আওয়াজ’ বাজাচ্ছে। দেশটির মানবাধিকার কমিশনও ব্যাংককের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অভিযোগ তুলেছে। খবর দ্য গার্ডিয়ানের। শনিবার (১৮ অক্টোবর) ফেসবুকে হুন সেন জানান, ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে কমিশনের একটি অভিযোগপত্র জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সীমান্তের কয়েকটি গ্রামে থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ‘ভূতের আর্তনাদের মতো’ শব্দ বাজাচ্ছে, যা কখনো বিমানের ইঞ্জিনের গর্জনের মতো শোনায়। কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জানায়, এই শব্দে সীমান্তবাসীর ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা ও শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে। কমিশন সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। থাই সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত জুলাইয়ে সীমান্তে পাঁচ দিনের সংঘর্ষে ৩৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।  
Read Entire Article