সীমান্তে রয়্যাল এনফিল্ডসহ ৭০ লাখ টাকার চোরাই পণ্য আটক

2 months ago 27

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক পৃথক অভিযানে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ ৭০ লাখ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article