সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১

1 day ago 9

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। রেবাবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার করছখালী গ্রামের হুমায়ুন রশিদ (২৫) ও শাহিন মিয়া (২২)। এ ঘটনায় হোসাইন আহমদ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কয়েক মাস আগেও একই সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

ওসি মো. মোখলেছুর রহমান জানান, যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

Read Entire Article