সুন্দরবন দিয়ে ৭০ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

3 months ago 44

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় বাসিন্দাকে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বনের ভেতর রেখে গেছে বিএসএফ।

হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন।

তবে এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে খবর পেয়েছেন। মোংলা জোনাল অফিস থেকে তাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর

 

Read Entire Article