সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরছিলেন ৪ জেলে, অতঃপর...

1 day ago 6

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১টি ইঞ্জিনচালিত ট্রলারসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে খুলনা রেঞ্জের অধীনস্থ ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে মরজত নদীর বাওন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- মংলা উপজেলার জব্বার মল্লিক (২৯) বায়োজিদ ফকির (২৫) শাহাজাহান ডাকুয়া (৩০) ও কাঠালিয়া উপজেলার ফরিদ মিয়া (২৮)।

ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. হাকিম জানান, অভায়রণ্যে নিয়মিত ডিউটি করার সময় একটি নৌকা আবছা আবছা দেখতে পাই। আমরা তাদের নিশানা করে কাছে যাই। পৌঁছে দেখি একটি ইঞ্জিনচালিত নৌকায় চারজন মাছ ধরার জাল চেক করছে। এ সময় তাদের পাস পারমিট দেখতে চাইলে তারা সুন্দরবন পূর্ব রেঞ্জের অনুমতিপত্র দেখায়। পরে অভায়রণ্যে প্রবেশের দায়ে তাদের আটক করি।

এ ব্যপারে জানতে চাইলে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, অভায়রণ্য এলাকায় মাছ ধরার কোনো সুযোগ নেই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Read Entire Article