‘সুবিধার ধান্দায় ব্যস্ত হলে ফ্যাসিবাদ কামব্যাক করবে’ 

1 month ago 13

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন কারণ এই পট-পরিবর্তনের পর আমরা যদি এখনই নিজেরা সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ আবারও পুনর্গঠন হলে এই বাংলাদেশে ভয়ংকর সংকটে পড়বে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পৌর মঞ্চে সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাজাহান খানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আপনারা জানেন দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কী নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবা ’৯৬ সালে শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে কিন্তু ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালী চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামী বাংলাদেশে কোনো জায়গা হবে না। 

নূর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিলেন গলাচিপা- দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। জেলা বিএনপির নেতাকর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি। কিন্তু কিছু নেতাকর্মীরা সাহায্য না করে বরং অসৌজন্য আচরণ করেছেন। চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাত প্রতিঘাত ও ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাট ধাক্কা দিয়ে দাবানো যাবে না। 

সভায় আরও বক্তব্য রাখেন, মরহুম শাজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপলু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার। 

গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানের সহধর্মিণী আনোয়ার খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোরাভ মিয়া।

Read Entire Article