চলতি বছরের শুরু দিকে ছোট্ট কুকুর ছানা টাইসনের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। অভিনেতা নিলয় আলমগীরের পোষ্য টাইসন পাগলের সুখ মনে মনে নাটকের শেষ দৃশ্যে অভিনয় করে কাঁদিয়েছিল লাখও দর্শককে।
রাস্তা থেকে আহত কুকুরছানা টাইসনকে তুলে এনে লালনপালন করেছিলেন নিলয়। অভিনেতার সঙ্গে পাগলের সুখ নাটকে স্ক্রিন শেয়ার করে রাতারাতি পরিচিতি পায় টাইসন। সে কুকুরটি হারিয়ে গেছে। প্রিয় কুকুর হারানোয় মন খারাপ নিলয়ের। টাইসনকে নিয়ে বেশ চিন্তিত তিনি।
প্রিয় পোষ্যকে ফিরে পেতে বিজ্ঞপ্তিও দিয়েছেন নিলয়। সেখানে লেখা, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি থেকে আমাদের প্রিয় কুকুর টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে ২৪ আগস্ট থেকে। গলায় ছিল সবুজ বেল্ট। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কুকুরটি দেখে থাকেন তাহলে প্লিজ যোগাযোগ করুক। ০১৭৯৫ ১৫৫২০৮ অথবা ০১৭৭০ ২৬২৯৩৯ এই নম্বরে।